কুষ্টিয়া জেলা প্রতিনিধি//চঞ্চল হোসাইনঃমহামারী করোনা ভাইরাসের কারনে বন্ধ হওয়া সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দেড় বছর ছুটির পর সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে গতকাল রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দঘণ পরিবেশে মুখরিত হয়ে উঠেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট-কেপিআই। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় প্রধাণ মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ ও শিক্ষার্থীরা। গতকাল ১২ ই সেপ্টেম্বর ২০২১ (রবিবার) বেলা ১২ টায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল আনাস ও সাধারণ সম্পাদক শুভ আহাম্মেদের নেতৃত্বে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ নেতারা এই আনন্দ মিছিল ও বিভিন্ন নির্দেশনা প্রদাণ করেন। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল আনাস, সাধারণ সম্পাদক শুভ আহাম্মেদ , রাজন সালেহ,ফজলে রাব্বি,সোহাগ আহাম্মেদ সহ অনেকেই। মহামারীর কারণে সরকারি সিদ্ধান্তে দীর্ঘ ৫৪৩ দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।