মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃর্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২’র অভিযানে সিরাজগঞ্জের ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামী লালমনিরহাট হাতিবান্ধা থানার দক্ষিন গড্ডিমারী গ্রামের মো. আকিমুদ্দিনের ছেলে মো. ফরিদুল ইসলাম(৩২)।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মোস্তাফিজুর রহমান জানান-রোববার সন্ধ্যায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো.মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোলপ্লাজা হইতে অনুমান ৫০০ গজ পশ্চিমে ঢাকা-রাজশাহী মাহাসড়কের গোলচত্তরে উত্তর পার্শ্বে ফুড কর্ণারের সামনে পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।