এ সময় মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের বিভিন্ন সহযোগীতার প্রয়োজনে ও সাধারণ শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় এবং কোন ধরনের প্রতারণার শিকার না হয় সেই জন্য সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সহযোগীতার জন্যই ছাত্রলীগের এই উদ্যোগ বলে জানিয়েছে ছাত্রলীগ কর্মী তন্ময় সাহা । ভর্তি কার্যক্রম শুরুর প্রথম দিন থেকেই তাদের এই কার্যক্রম শুরু হয়েছে এবং শেষ দিন পর্যন্ত চলবে বলে জানান তিনি।এই কর্মসূচিতে কলেজ ছাত্রলীগের সিহাব হোসেন, জিহাদ হোসেন, শরিফুল ইসলাম মিতু, সৈকত হাসান, রিপন সাহা, সবুজ কুমার, রাফি, বিপুল, শুভ, পিয়াসসহ অন্যান্য কর্মীরা সহায়তা করছে।