বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজার দায়িত্ব নেওয়ার সে আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো। পিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, নির্বাচন কমিশনার সাবেক বিচারপতি শেখ আজমত সাঈদের সভাপতিত্বে এক বিশেষ সভা শেষে ‘সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক রমিজ। ১৯৯২ বিশ্বকাপজয়ী রমিজ হলেন পিসিবির ৩৬তম চেয়ারম্যান। এ পদে তাঁর মেয়াদ তিন বছর।