কলিন চন্দ্র (ইতু) রায়,ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে ট্রাক্টরের ধাক্কায় সুন্দরী বেগম (৬৫)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।আজ সোমবার (১৩সেপ্টেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুন্দরী বেগম উপজেলার রায়পুরহ গ্রামডাঙ্গির গ্রামের আমীর হোসেনের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সুন্দরী বেগম কোভিড ১৯ টিকা নেওয়ার জন্য রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন।দুপুরে হাসপাতাল গেটের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন সুন্দরী বেগম। এ সময় তাকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি এবং রাস্তায় পড়ে যান। এ সময় আহত ও অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ ফিরোজ আলম বলেন, আহত ও অজ্ঞান অবস্থায় ওই নিহত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
থানার ওসি এস এম জাহিদ ইকবাল ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে এসেছি। মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য তারা নিয়ে গেছেন।