মো. মিজানুর রহমান মিজান, চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘন্টাঘর হাটে রোকেয়া স্মৃতি সংঘ ও পাঠাগারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় রোকেয়া স্মৃতি সংঘ ও পাঠাগারের আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দীকা।
অনুষ্ঠানে সাতনালা ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহ্র সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুনীল কুমার সাহা, সাতনালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আজিজুল হক শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন এবং অন্যান্যের মধ্যে সাবেক প্রধান শিক্ষক মসলেম উদ্দিন, ডা. জহুরুল হক ও স্বাগত বক্তব্য রাখেন হাবিবুর রহমান পলাশ।