১. ভারতের বিখ্যাত কুতুব মিনার কোথায় অবস্থিত?-ভারতের দিল্লিতে
২. মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ তম অঙ্গরাজ্য কোনটা?-হাওয়াই
৩. শিখদের ধর্মগ্রন্থের নাম কি?-গ্রন্থসাহেব।
৪. ইংল্যান্ডে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয় কত সালে?-১২১৫ সালে
৫. কুয়েতের মুদ্রার নাম কি?-দিনার
৬. আশখাবাদ কোন দেশের রাজধানী?-তুর্কমেনিস্তান
৭. টুভ্যালু দেশের রাজধানীর নাম কি?-ফুনাফুটি
৮. যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কি ?-স্বর্ণদন্ড
৯. ভারতের জাতীয় প্রতীক কি?- অশোক স্তম্ভ
১০. পুশকিন কোন ভাষার শ্রেষ্ঠ কবি?-রুশ
১১. ইংরেজি ভাষার শ্রেষ্ঠ কবির নাম কি?- মার্ক টোয়েন।
১২. অর্থের পরিমাণ তত্ত্বের প্রবক্তার নাম কি?- আরভিং ফিসার।
১৩. সুইজারল্যান্ড এর পুরাতন নাম কি?- হেলভেটিয়া।
১৪. বিশ্বের কোন দেশকে zero population এর দেশ বলা হয়?-সুইডেনকে
১৫. করোনা সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ কোন তারিখ থেকে এক রোগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়?-১৭ ই মার্চ, ২০২০সাল
১৬. সম্প্রতি কোন তারিখ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হয়?-১২ ই সেপ্টেম্বর, ২০২১ সাল
১৭. “The ballot is stronger than bullet “উক্তিটি কার?-আব্রাহাম লিংকন
১৮. বাংলাদেশের প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?-৬ .১৫ কিলোমিটার
১৯. বাংলাদেশের কোথায় গান্ধী স্মৃতি আশ্রম আছে?- নোয়াখালীর বেগমগঞ্জ।
২০. বাংলা টাম্পা গানের জনক কে?- নিধু বাবু। সংগ্রহে: মোঃ মহসীন আলী (প্রভাষক)
পাশাপোল আমজামতলা মডেল কলেজ