ফাগুনের বেলায় ভেসে
বসন্ত নামবে প্রিয় স্বদেশে
শিশিরে ভিজবে দূর্বাঘাস
সূর্য উঠবে পূর্বাকাশ।
যদি একদিন আমি যাই হারিয়ে
ডেকো না আমায় হাত বাড়িয়ে
আমি থাকবো না হয়ত একদিন
শুধু থেকে যাবে জমানো কিছু ঋণ।
যদি আমি চলে যাই সুকান্তের মত
ক্ষমা করো আমার অপূর্ণতা আছে যত
বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোন দিনে
হারাবো আমি হুট করে কাউকে না বলে।
আমি জানি আকাশে চাদ উঠবে
কানন ফুলে, ফুলে সুরভিত হবে
পৃথিবী ঘুরবে তার নিজ কক্ষপথে
জীবন চলবে তার গতিশীল রথে।
হঠাৎই হারাবো আমি কাউকে না বলে
জানি কারো যাবে আসবে না তাতে
ব্রাহ্মান্ড চলবে শুধু তার নিয়মে
আমাকে নিয়ে কিংবা শূন্যতাতে।