দোকানের মালিক প্রদীপ বিশ্বাস জানান, প্রতিদিনের মতো সোমবার রাত্রি ৮ টার দিকে ভালো ভাবে দোকান বন্ধ করে বাড়িতে যায়। মঙ্গলবার সকালে দোকান খুলেতে দেখতে পায় ঘরের উপরে টিনের চালা কাটা এবং ভিতরে দোকানের ঔষুধগুলো নেই।
প্রায় তিন লাখ টাকার বিভিন্ন ঔষধ চোরেরা চুরি করে নিয়ে গেছে । বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।