কলিন চন্দ্র (ইতু) রায়,ঠাকুরগাঁও প্রতিনিধিঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষধর সাপের কামড়ে রুবেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১ নং ধর্মগড় ইউপির ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের রশিদ আলীর ছেলে। ।তিনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন।
বুধবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।তিনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে বিষধর সাপে কামড়ায়।এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভ্যাকসিন দিয়ে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানোর কথা বলেন। এ সময় দিনাজপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।মুঠোফোনে ১নং ধর্মগড় ইউপির চেয়ারম্যান মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।