যশোরের ঝিকরগাছায় বিষাক্ত সাপের কামড়ে হীরা খাতুন(৩০) নামে ৩ সন্তানের জননী এক গৃহ বধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার মাগুরা ইউনিয়নের আশিংড়ি গ্রামের শিমুল হোসেন(৪০) এর স্ত্রী।বুধবার (১৫ ই সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের আশিংড়ি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও গ্রামবাসী মিলে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এন্টি এভেনাম ইঞ্জেকশনের সরবরাহ না থাকায় উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশিদুল আলম মুঠোফোনে জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালে এন্টিভেনাম ইনজেকশন সরবরাহ থাকলেও রোগীর শরীরে প্রয়োগ করার মতো অবস্থায় ছিলোনা।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে