কলিন চন্দ্র (ইতু) রায় , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে পুলিশ ।পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার ৬নং কাশিপুর ইউপির অন্তর্গত (জগদল নদীবস্তি) গ্রামের নইমুল ইসলাম এর বসতবাড়ীর আঙ্গিনা থেকে তাদের আটক করা হয় । আটককৃতরা হলেন জগদল নদী বস্তি এলাকার জাহেরুল ইসলামের ছেলে নইমুল (৪০) ও একই গ্রামের মৃত ছোটনের ছেলে কুতুব উদ্দিন(৫২) । আসামী নইমুলের কাছে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম শুকনো গাঁজা এবং অপর আসামী কুতুব উদ্দীন (৫২) এর কাছে ০২ (দুই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাহাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানার মামলা নং-০৪, তারিখ-১৬/০৯/২০২১খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, ৩৬(১) এর ১৯(ক)৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়়।
এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন আসামীদের গভীর রাতে অভিযান চালিয়ে আটক করে আজ সকালে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।