আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি:আশাশুনি সদরের শ্রীকলস ৩ নং ওয়ার্ডের বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে সাতক্ষীরা জেলা পরিষদের এক লক্ষ টাকা বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়েছে।(১৭ই সেপ্টেম্বর) শুক্রবার জুম্মা নামাজ শেষে এ চিঠি হস্তান্তর করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের নির্দেশে জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদ সদস্য আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সদর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মহিতুর রহমান অনুমোদন পত্র হস্তান্তর করেন। প্রকল্প বাস্তবায়নের জন্য কমিউনিটি পারটিসিপেশন প্রজেক্ট কমিটি (সিপিপিসি) গঠন ও কার্যবিবরনী প্রেরন করতে হবে। এরপর দ্রুততর সময়ে অর্থ পাওয়া যাবে। প্রকল্পের এক লক্ষ টাকার চিঠি হস্তান্তর কালে মসজিদ কমিটির সভাপতি শহীদার গাজী, সাধারন সম্পাদক সবুর গাজী, কোষাধ্যক্ষ হাফিজুল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও ইউপি সদস্য প্রার্থী প্রাথী রাকিব, অঃ প্রাপ্ত সেনা সদস্য আবু মুসা সহ মসজিদের মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।