আর এ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মাঝে চলছে জল্পনা আর কল্পনা। তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার গাবতলী উপজেলা ২নং সোনারায় ইউনিয়ন ১নং ওয়ার্ড পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন, অত্র ইউনিয়ন বাসীর সকলের প্রিয় মুখ ২নং সোনারায় ইউনিয়নের তরুণ সমাজ সেবক ও বগুড়া জেলা কোকো পরিষদের সাবেক তথ্য বিষয়ক সম্পাদক, বর্তমান তুখোর ছাত্র নেতা মোঃ রাকিবুল ইসলাম সুমন।
ইউ/পি নির্বাচনে মেম্বার পদে এলাকাবাসীর সমর্থন ও দোয়া প্রত্যাশী মোঃ রাকিবুল ইসলাম সুমন ২নং সোনারায় ইউনিয়ন ১নং আটবাড়ীয়া ওয়ার্ড বাসীর প্রতি উদ্দেশ্য করে বলেন, কথায় আটবাড়ীয়া ওয়ার্ড নয়, অগ্রীম কোনো মিথ্যা আশ্বাস নয়। আমি বাস্তবতায় বিশ্বাসী আমি আপনাদের সমর্থন পেলে ১নং আটবাড়ীয়া ওয়ার্ড পরিষদের সম্মান রক্ষায় সর্বক্ষণ নিবেদিত থাকার প্রত্যয়ে অঙ্গীকারব্দ।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ১নং ওয়ার্ড পরিষদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাকে মেম্বার হিসাবে গরীব অসহায় এবং সকল মানুষের বিপদে আপদে পাশে দারানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাই। নির্বিশেষে সকলের কাছে দোয়া চাই। আমি জনগণের সাথে সর্বক্ষণ আছি এবং থাকবো ইনশাআল্লাহ।