ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুরে ভিন্নধর্মী আয়োজনে নাগরপুর বাজার কলেজরোড ব্যবসায়ীর উদ্যোগে এক চূড়ান্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নাগরপুর বাজার কলেজরোড ব্যবসায়ী মোঃ তোফায়েল আল-মামুন তুহিনের আয়োজনে একটি ব্যতিক্রমী ১ম পুরস্কারের ছাগল নিয়ে “কলেজরোড ব্যবসায়ী একাদশ বনাম আরিচা রোড ব্যবসায়ী একাদশ এ ফুটবল খেলায় অংশগ্রহণ করেন, নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে।
খেলায় টানটান উত্তেজনার মধ্য দিয়ে কলেজরোড ব্যবসায়ী একাদশ ৪-০ গোলে বিজয়ী হয়।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, আল মামুন রাজু, বিশিষ্ট ব্যাবসায়ী নাগরপুর বাজার।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর মুশফিক হোসেন শৈবাল। সভাপতিত্ব করেন, নাগরপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক হাবিবুর রহমান লিটন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ সোহাগ মিয়া সভাপতি সি এন জি শ্রমিক সমিতি, জাকির হোসেন তালুকদার সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থা, মৃদুল সরকার, মো. আমজাদ হোসেন রতন, মো. শাহজাহান কবির, শিশির সাহা প্রমুখ।উক্ত আকর্ষণীয় ফুটবল খেলা শেষে, ম্যান অফ দ্যা ম্যাচ উত্তম বাকালি ও বিজয়ীদের প্রথম পুরস্কার ছাগল বিতরণ করা হয়।