শান্তনু রায়, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের বৌলতলী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক বাবু সন্তোষ রায়ের ছোট সন্তান জ্যোতি রায়।তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।
গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউপি নির্বাচনে উপজেলার বৌলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন জ্যোতি রায়।তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।
জ্যোতি রায় তিনি বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে আশীর্বাদ এবং দোয়া চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্যোতি রায়ের ঠাকুর দাদা হেমচন্দ্র রায় তিনি ছিলেন একজন বিশিষ্ট সমাজ সেবক। সব সময় সুখে দু:খে মানুষের পাশে থাকতেন তার অনেক নাম সুনাম ছিল সমাজে, সমাজের উন্নয়নমূলক নানান কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত করতেন।
ওই ওয়ার্ডের এক বাসিন্দা দুলাল বেপারি বলেন, জ্যোতি আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। কারো উপকার না করলেও ক্ষতি করে নাই। আমাদের সাধারণ মানুষের দাবি জ্যোতি রায় কে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।
মিজানুর উকিল নামে এক বাসিন্দা জানান, ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় জ্যোতি দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। জ্যোতি রায় কে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।’
ওই ওয়ার্ডের বাসিন্দা সুমন সরকার, সহ- সভাপতি, সদর উপজেলা ছাত্রলীগ, গোপালগঞ্জ তিনি জানান, জ্যোতি রায় তিনি একজন খুব ভালো মনের মানুষ, সমাজের মানুষের পাশে তিনি সবসময় এগিয়ে আসেন সবসময় মানুষের জন্য কি করতে হবে তার ভীতর এই গুণাবলী আছে এবং তাকে আমি একজন যোগ্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মনে করি।