সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাঃ- চট্টগ্রামেরনয়পটিয়ার গৌরব, ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৯ তম আত্মাহুতি দিবস উপলক্ষে পটিয়া গৌরব সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় বীরকন্যার জন্মভূমি পটিয়ার ধলঘাট গ্রামে স্থাপিত আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, পটিয়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, এস এম রিদওয়ান কবির, জাহেদ উল পাশা আকাশ, অধ্যাপক ভগীরথ দাশ, তাপস কুমার দে, গিয়াসউদ্দিন সেলিম, সেবাব্রত বড়ুয়া বাবু, আবদুর রহমান রুবেল, রাজীব দাশ, পলাশ রক্ষিত, পার্থ দাশ, রুবেল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা’র সাংবাদিক সেলিম চৌধুরী, দৈনিক চট্টগ্রাম মঞ্চ সাংবাদিক গোলম কাদের প্রমুখ।