ছুটিপুর মাছ বাজারে মৎস্য জীবী লীগের গাছের চারা ও সুরক্ষা সামগ্রী বিতরণ
রিপোর্টার
আপডেটঃ
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
১৭৮
বার পড়া হয়েছে
প্রেস রিলিজ: ছুটিপুর মাছ বাজারে মৎস্য জীবী লীগের গাছের চারা ও সুরক্ষা সামগ্রী বিতরণ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘র ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষা, পুষ্টি চাহিদা পূরন ও জলবায়ু সংকট মোকাবিলায় বিকাল তিনটায় ঝিকরগাছা উপজেলার ছুটিপুর মাছ বাজারে সাধারণ মৎস্য জীবী, মাছচাষী, মাছ ব্যবসায়ী ও জেলে দের মাঝে একটি করে বনজ, ফলদ ও ভেষজ ঔষধের চারাগাছ বিতরণ করেন যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা মৎস্য জীবী লীগ নেতা সেলিম রেজা বাদশা, শহিদুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা মৎস্য জীবী লীগের নেতা মোঃ ফারুক হোসেন, রফিকুল ইসলাম, মজিবুর রহমান বাংলা ও সনজিত হালদার মনু প্রমুখ।চারাগাছ বিতরণ শেষে যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মৎস্য জীবী দের মাঝে মাস্ক, হাতধোয়া সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও খাবার স্যালাইন বিতরণ করেন।