শাপলা, শালুকে ছেয়ে।
মধুকৈটভ আর জলফরিঙ খেলতো,
বেড়াতো নেচে-গেয়ে।
জল থৈ থৈ কুলধ্বনি থেমে
সেখানে মাটির চর,
আগাছা আর মাজরা পোঁকায়,
ইচ্ছেমত বেঁধেছে ঘর।
যে পুকুরটায় ভাসতো বুকে
নীল আকাশের ছবি,
তার বুকে আজ গুচ্ছ-গুচ্ছ
উঁইপোকা গড়েছে ঢিবি।
পূবাল হাওয়া দেয়না দোলা
ছোট্ট ছোট্ট ঢেউ,
ঢেউয়ের ভাজে সুখ চিত্তে
নাচেনা স্বপ্নিল ফেউ।
এসোনা আর কলসি কাঁখে
মৌসুম বড্ড খরা,
কেমন তবে পূর্ণ হবে
তোমার শূন্য ঘড়া?
আর মেলোনা পাখা তোমার
প্রজাপতি রঙিন মন,
গোধূলীর এই নূপুর ধ্বনি
হৃদয়ের বৃথা ক্ষরণ।
ভুলে যাও তারে মনের মন্দিরে,
যে সরোবর ছিলো তোমার সখা
হয়তো আবার নতুন বিলাসে
তোমার আমার হবে দেখা।
পদ্ম সরোবরে মেতেছি, মন উড়ায়েছি ওই নীল আকাশে। নতুন বিলাসে দেখা মিলুক কবির সেই প্রত্যাশিত ব্যক্তির সাথে। শুভকামনা সবসময়।
কপোতাক্ষ নিউজের জয় হোক।