চলছে অবিশ্রান্ত দিগ্বিদিক প্রয়োজনে
প্রকৃতির স্থিরতায় নিজেকে না বেঁধে অস্থির
অবোধেরো ক্ষুধার্ত পেট টানে আহার সন্ধানে
জ্বলছে আগুন খাঁটি সোনার নিখাঁদ প্রস্তুতি
অ্যাশট্রেতে পড়ে থাকা সিগারেটের ধোঁয়ায়—
পাংশুটে চোখ বিশ্বজয়ের নকশায় কল্পনাবিলাসী
একেলে-সেকেলে, কাল-অকাল ছুটছে অধরায়
পর হেতু স্বার্থপর একদিন নিঃস্বার্থ বনে হারাবে
হাজারো সুখ-স্বপ্ন, স্বজনের কর্দমাক্ত হৃদয়
সেদিনের ঘুমন্ত অনুভূতিকে স্পর্শ করবে না
নিথর প্রকৃতিও আসবে না হিম উপলব্ধিতে—
স্থির হও, জীবনের মানে খোঁজো, এ-তো কেনো!
এবার নিশ্চিত সাফল্যের অন্বেষণে পা বাড়াও…
আকাশ-বাতাস প্রকম্পিত তোমাকে অর্ভ্যথনা জানাতে
নৈসর্গিক পৃথিবীও হাসবে ওই হাস্যেজ্জ্বল মুখ চেয়ে।
মনে রেখো, অপব্যাখ্যা তোমাকে স্বার্থপর বলবে
তুমি যদি সমাজকে কিছু দিতে চাও
ওরা তোমাকে নিংড়ে নেওয়ার চেষ্টা করবে—
ভেঙে পড়ো না, প্রয়োজনীয় পদক্ষেপ নাও
হে স্বার্থপর!