স্মৃতির ভাঁজে জাহিদুল যাদু
রিপোর্টার
-
আপডেটঃ
শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
-
৩১৫
বার পড়া হয়েছে
মুঠোফোনের সই!
কোথায় গেলো দাও ফিরিয়ে
আমার শহর কই?
এইখানেতে পুকুর ছিলো
ঐখানেতে মাঠ,
সবখানেতে গজিয়ে গেলো
শক্ত পাথর হাট।
আমার শহর খুঁজতে আমি
আজ হয়েছি কবি,
চোখ বুজলেই আঁকতে পারি
ছোট্টবেলার ছবি।
আম বাগানে লুকোচুরি,
দিন দুপুরে হুড়োহুড়ি
পুকুর পাড়ের সুড়সুড়ি,
মিথ্যেমিথ্যি মারামারি।
বিকেল বেলার চু বুড়ি,
বোমবাস্টিং ডাংগুলি
গোল্লাছুটের ছোঁ বুড়ি,
সাতচারা ও পলাপলি।
আমার শহর হারিয়ে গেছে
তোমার শহর মাঝে,
আমার শহর বেঁচে আছে
মলিন স্মৃতির ভাঁজে।।
সংবাদটি শেয়ার করুন
এ জাতীয় আরো সংবাদ
সুন্দর প্রকাশে মুগ্ধ হলাম। আশা রাখি কবিতা এবং কবি এই দুইয়ের মাঝে একটি ব্যবধান চিহ্ন ব্যবহারে সৌন্দর্য ও অর্থগত দিকটি বিবেচনা করবেন। এখানে কোন চিহ্নই ব্যবহৃত হয়নি। ধন্যবাদ
অসাধারণ স্মৃতিকে কবিতাতে তুলে ধরেছেন, কবি ও কবিতায় মুগ্ধতা প্রকাশ করছ্।
onek sundor