আবদুল আহাদ,নন্দীগ্রাম প্রতিনিধিঃবগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমানের ৪৭তম শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন মহল। রবিবার (২৬শে সেপ্টেম্বর) সকাল থেকেই ফেসবুক জন্মদিনের শুভেচ্ছা সহ মেয়র আনিছুর রহমান কে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন বিভিন্ন নেতা কর্মীরা। অনেকেই ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছেন মেয়র আনিছুর রহমান আজীবন মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে এসেছেন, ছাত্রনেতা থেকে জননেতা হয়েছেন, পৌর কাউন্সিলর থেকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন, অত্যন্ত বিনয়ী ও ভদ্র রাজনীতিবিদ আনিছুর রহমান মেয়র নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে পৌরসভার সার্বিক উন্নয়নে যে অবদান রেখে চলেছেন তা নজিরবিহীন বলেও উল্লেখ করেছেন অনেকেই। পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমানকে ৪৭তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা (এলএলবি), নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ,রাজশাহী গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম , আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম, বগুড়া জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সহ-সভাপতি আল নোমান নাদিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, উপজেলা শ্রমিক লীগ ও তাঁতী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা মান্না, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক কামাল, নন্দীগ্রাম আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আলম সাজু, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ব্যবসায়ী, পৌর কাউন্সিলর বৃন্দ সহ সর্বস্তরের জনগণ।