মনিরুল ইসলাম। গাজীপুর প্রতিনিধিঃশ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ইয়াসিন চৌধুরি হার্ট যন্ত্র অকার্যকর হয়ে রাত ১২টার দিকে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে মারা যান।পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে বুকে ব্যাথা অনুভব করলে শ্রীপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তিতে অবস্থা খারাপ হলে ময়মনসিংহ জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। প্রাথমিক টেস্টের পর ডাক্তাররা স্টোক করার বিষয়টি নিশ্চিত করেন। বিকেলের দিকে অবস্থার কিছুটা উন্নতি হলেও রাত ১২ টার দিকে হূদযন্ত্র বন্ধ হয়ে মারা যান।
তিনি দীর্ঘদিন যাবত শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গনিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার দীর্ঘ এই শিক্ষকতা জীবনে ছাত্র-ছাত্রীদের সবসময় সুশিক্ষায় শিক্ষিত করেছেন। এজন্য তিনি সবার কাছেই খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার প্রিয় কর্মস্থল শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও তার সুদক্ষতা ও ভালো মনমানসিকতার জন্য তাকে ভালোবাসতেন।