জেলা প্রতিনিধি,কুষ্টিয়াঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদে চত্বরে গতকাল বিকেল পাঁচটায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান খালেক এর অর্থায়নে ভ্যান, অটো রিকশা ও সিএনজি চালকদের মাঝে গেঞ্জি ও গামছা বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মাহাতাব উদ্দিন সরকার সহ আরো বিভিন্ন অতিথিবৃন্দ। এসময় মোস্তাফিজুর রহমান খালেক বলেন আমি এই মাটির সন্তান তাই এই মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতাও অনেক।তাই এই মাটির টানে বারবার আমি ঢাকা থেকে ছুটে আসি এবং অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করার চেষ্টা করি।তিনি আরো বলেন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের স্বাবলম্বী ব্যক্তিদের নির্দেশ দিয়েছে মহামারি করোনা মোকাবেলায় অসহায় ও দরিদ্রের পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাই আমি নেত্রীর দেয়া সেই নির্দেশ-ই কেবলমাত্র পালন করছি