পেয়েও রতন করলেনা যতন
অনাদরে করেছো শুধুই অবহেলা,
তীক্ততার কালে হারালে বুঝবে
সেইত ছিলো তোমার জীবন ভেলা।।
যে ডালে আজ বেঁধেছো বাসা
মনে করে বিধাতার স্বীয়ও বাঁধন,,,,
বৃক্ষের মূলে যেয়ে দেখেছো কি
এযে প্রতিশোধেই মহা ক্রন্দন।।
ভরা বসন্তে আজ আছে জোয়ার
তাই বহে চলে সোহাগের মোহনা,,
ভেবেছো কি!আমাদের কৃতকর্মে
ফল দেখেও দেয় মধুর শান্তনা।।
ভাংগা হাড়ি কখনও হয়না জোড়া
কুলহীনা পায়না পিতৃময় সেই ছায়া,,,
ভাই বোনও তোমায় দেবেনা ঠাই
সবাই সবার তরেই যাবে বাইয়া।।
সেই দিন তুমি খোঁজবে আমায়
অশ্রুতে ভিজিয়ে দুটি আঁখি,,,
হায় হুতাশ করিবে নিঃস্বঙ্গতা নিয়ে
আমার এই আজকের স্মৃতি আঁকি।।
আজ যাহা পায়ে মাড়িয়ে গেলে
পেয়েও রতন করলেনা যার যতন,,,
তোমার যারা আজ স্বজন আছে
তারা কি আছে একজনও বিরোহীর মতন।।