মো. মিজানুর রহমান মিজান, দিনাজপুর প্রতিনিধিঃ চিরিরবন্দরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৬ সেপ্টেম্বর রোববার সকাল ৯ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দারুল ফালাহ মাদরাসা অডিটরিয়ামে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলহাজ।মোঃ আবদুল মালেক, থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) মসলেম উদ্দিন, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ময়েন উদ্দিন শাহ, ভিয়াইল ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, প্রেসক্লাবের সহ সভাপতি ও দারুল ফালাহ মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ ইউসুফ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।