কলিন চন্দ্র (ইতু)রায় ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি তেঁতুলতলা নামক স্থানে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা (যুবকের) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৮ সেপ্টেম্বর( মঙ্গলবার)
সকালে যুবকের সদর উপজেলার ১৬নং নারগুন ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি তেঁতুলতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে স্থানীয়রা এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে ।তারা ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলে কোন ক্রমে কিছু জানতে পারেন নি।পরে,সংবাদ পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।তবে কুপি চালিয়ে হত্যা করে ওই লোকটিকে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে, বলে ধারণা স্থানীয়দের। এখন পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।