নিউজ ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। শামীম শামীম রেজা ঝিকরগাছা কৃষ্ণনগরের মৃত সুলতান বিশ্বাসের ছেলে এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
ঘটনাসুত্রে জানা যায় শামীম রেজা ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন । পথিমধ্যে নতুনহাট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তার মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তার অকাল মৃত্যুতে ঝিকরগাছা উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।শামীম রেজার এভাবে অকালে সবাইকে ছেড়ে চলে যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন (চৌগাছা -ঝিকরগাছা) আসনের জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
এছাড়াও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর সভাপতি প্রভাষক মহসীন আলী প্রমুখ।