জানা যায়, মঙ্গলবার কালিকাপুর ইউনিয়নের কুশাতলা নামক স্থানে ডিলার শফিকুল ইসলাম ১০ টাকা কেজি দরে কার্ড ধারীদের নিকট ৩০ কেজির বস্তা চাল বিক্রয় করেন। সুবিধাভোগীরা চালগুলো নিয়ে উক্ত তিন জনের নিকট বিক্রয় করেন। চাল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ইকতেখারুল ইসলামের নির্দেশে ওই ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হক নাদিম ও পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন এসআই ফিরোজ হোসেন ও রাশেদের সহায়তায় চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। এসময় নয়নকে আটক করা হয়। খবর পেয়ে জাফের ও আব্দুস সোবাহান পালিয়ে যায়।আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নয়ন নামে একজনকে আটক করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের ধরার চেষ্টা অব্যাহত আছে।