সাব্বির মোল্লা,উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়াঃ (১৬-জুলাই) ১০ তম সপ্তাহে কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন হাট বাজারে ঘুরে-ঘুরে ৩২ জন পাগল, সুবিধাবঞ্চিত দুঃস্থ- অনাহারী মাঝে একবেলা খাবার বিতরণ করেন “অনাহারীর সন্ধানে” এই সংগঠনটি। ৪ জন সদস্য মেরে তাদের এ সংগঠনটি।
এসময় তারা আরও বলেন, আগে তারা আরও ৯ সপ্তাহ ধরে বিভিন্ন স্তানে পাগল,সুবিধাবঞ্চিত দুঃস্থ ও অনাহারীর মাঝে খাবার বিতারণ করেছেন। তারা আরও বলেন উপজেলার মানবিক মানুষদের সয়াহতা নিয়া পাগল, সুবিধাবঞ্চিত দুঃস্থ ও অনাহারীর মুখে হাসি ফুটানোর জন্য কাজটি করে থাকেন। তাদের প্রত্যেকটা আয়োজনে যারা শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান।এবং ধন্যবাদ জানান (নাইছা জাহান সুমি)কে এ সপ্তাহে (নাইছা জাহান সুমি) একাই অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।