মিরসরাই প্রতিনিধিঃদেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মোবাইল। একের পর এক মডেল আর প্রসেসর নিয়ে হাজির হচ্ছে মোবাইল কোম্পানিগুলো। তারই অংশ হিসেবে নতুন চমক ও অভিজ্ঞতা নিয়ে সম্পূর্ণ নতুন আঙিকে হাজির হলো মিরসরাই সদরের ফুটওভারব্রীজ সংলগ্ন অপু টেলিকম।
শুক্রবার (০১ অক্টোবর) বিকালে ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন অপু টেলিকমের স্বত্বাধিকারী সালাউদ্দিন হোসেন অপু।অপু টেলিকমের স্বত্বাধিকারী সালাউদ্দিন হোসেন অপু বলেন, মিরসরাই পৌর সদরে নবরূপে বিভিন্ন ব্রান্ডের মোবাইল নিয়ে আমার পরিচালনাধীন অপু টেলিকম দোকানের শুভ উদ্বোধনের আয়োজন করেছি। স্যামসাং, শাওমি, অপ্পো, রিয়েলমি, হুয়াই, সিম্ফনি মোবাইল ছাড়াও বিভিন্ন কোম্পানীর মোবাইল বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা আমাদের একমাত্র লক্ষ। এছাড়া মোবাইল সার্ভিসিং সহ সকল ধরনের মোবাইলের পার্টস সামগ্রী পাওয়া যাবে।