মোঃ রাকিব পোরশা নওগাঁঃ ১৪ তারিখ থেকে সরকারী বিধি মোতাবেক সব কিছু খুলে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এখনো স্বাভাবিক হয়নি তবুও সুবিধার্থে খুলে দেওয়া হয়েছে। কিন্তু সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু মানুষ কতটুকু তা মানছে তা নিয়ে খুবই উদ্বিগ্ন।
আজ বিকেলর চিত্রে দেখা যাচ্ছে পোরশার ছোট বড় সব বাজারেই মানুষের মাঝে নেই কোন সতর্কতা ‘এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি খুব ভয়াবহ পর্যায়ে চলে যাবে। লকডাউন যতই শিথিল হোক প্রশাসনের এই দিকে নজর দিতে হবে তাহলেই মানুষের মাঝে প্রতিকূলতা বজায় থাকবে।