তবে, মরণব্যাধি ক্যান্সারের কাছে সহজেই হার মানতে চায় না স্মৃতি। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায় সে। আবারো স্কুলে গিয়ে পড়া লেখা শিখে বড় হয়ে দুঃখ গোচাতে চায় দিনমজুর পিতার। স্মৃতির এ স্বপ্ন পূরণে প্রয়োজন অনেক অর্থের। হতদরিদ্র পিতার পক্ষে তা জোগাড় করা মোটেও সম্ভব নয়।
স্মৃতির পিতা অসহায় দিনমজুর আব্দুল আজিজ বলেন, কয়েক দফা প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছে কিন্তু কি করব উপায় অন্তর পাচ্ছি না। অর্থনৈতিক কারণে আমার মেয়ে টাকে আর উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। দিন মজুরের কাজ করে কোনোমতে পরিবারের সদস্যের খরচ জোগাতে হিমশিম খেতে হয়। তারপর আবার মেয়ের ব্যয়বহুল চিকিৎসার স্বপ্ন দেখব কি করে। এছাড়া চিকিৎসকরা বলেছেন, স্মৃতিকে দ্রুত উন্নত চিকিৎসা করাতে। তার জন্য প্রয়োজন ৭-৮ লাখ টাকা। যা এই দিনমজুর পিতার পক্ষে জোগাড় অসম্ভব। তাই এখন একমাত্র ভরসা আল্লাহ। তাই নিরুপায় এই দিনমজুর প্রধানমন্ত্রীসহ সমাজের দানশীল, বিত্তবান ও স্বহৃদয়বান ব্যক্তিদের সহযোগীতা চেয়েছেন। সাহয্য পাঠাতে পারেন এই নাম্বারে ০১৯২৩-১৬৯০১৪ (বিকাশ, নগদ) পার্সোনাল।