শান্তনু রায়,জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের সর্বত্র সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকান, হাট- বাজার, রাস্তার মোড় সহ সর্বত্র একটাই আলোচনা তা হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। কে পাবে দলীয় প্রতীক, আবার কে হবে চেয়ারম্যান এ নিয়ে সাধারন ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। এখনো ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সভা সমাবেশে অংশ নিচ্ছেন।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনি উপস্থিতির জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে লবিংও শুরু করেছেন তারা।
বৌলতলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান বাবু সুকান্ত বিশ্বাস ও সাবেক ছাত্রনেতা দোলন বিশ্বাস(বাবু)।
বর্তমান ইউপি চেয়ারম্যান বাবু সুকান্ত বিশ্বাস বলেন, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে পুরাতন অভিজ্ঞতা কাজে লাগিয়ে আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করে যাবো।সাবেক ছাত্রনেতা দোলন বিশ্বাস (বাবু) জানান, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে অবকাঠামো উন্নয়ন, সুসমবন্টন সহ ইউনিয়নে ন্যয় বিচার নিশ্চিৎ করবো এবং শিক্ষার মান উন্নয়ন করবো।