আশরাফ আলী ফারুকী গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃগ্রামের মেঠো পথে হেটে যেতে যেতে সাধারণ মানুষের ঘর থেকে ঘরে খোঁজ খবর নেন ময়মনসিংহ (১০),গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
শুক্রবার বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের কয়েকটি বাড়িতে ঘুরে গ্রামীণ জীবন, এলাকার উন্নয়ন, সরকারি সুযোগ সুবিধা, কৃষি ব্যবস্থাপনার সার্বিক খোঁজ খবর নেন সাংসদ।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, বিশিষ্ট ব্যবসায়ী রনি মীর,পৌরসভা যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল, ব্যবসায়ী যোবায়েত হোসেন সুমন প্রমুখ।
জানা যায়, সংসদ কে কাছে পেয়ে গ্রামের বাসিন্দারা আবেগি হয়ে ওঠে। মনের কথা গুলো খোলে বলে।সাংসদ বাবেলও দীর্ঘ সময় নিয়ে তাদের কথা মন দিয়ে শুনেন।দুপুর গড়িয়ে বিকেল হলেই প্রায়ই এলাকার সাধারণ লোকজনের সাথে দেখা করতে সাংসদ হঠাৎ করে বেরিয়ে পরেন।উদ্দেশ্য বিহীন যাত্রা গন্তব্য সাধারণ মানুষ। গ্রামের পর পর ছুটে চলা সাধারন মানুষের কাছাকাছি যেতেই এক অন্যরকম ভালোবাসার পরিবেশ তৈরি হয়।সংসদ সদস্যের আগমনী বার্তা সাধারণ মানুষের কানে পৌঁছাতেই গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা দলে দলে ছুটে আসে তাদের নেতাকে কাছ থেকে দেখার জন্য। পুলকিত হয়ে যায় সাধারণ মানুষ গুলো সাংসদ বাবেলের সদালাপী, মিষ্টভাষী কথা শুনে। যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী সাংসদ বাবেল।যিনি তার প্রতিটি কর্মের মাধ্যমে প্রমাণ করছেন। সংসদ সদস্য আর জনগণের মাঝে যে বিস্তর ব্যবধান তা গুচিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজ নির্বাচনী এলাকা ঘুরে দেখার সময় ষাটোর্ধ এক বৃদ্ধ এসে হাতে তুলে দেন খোলা চিঠি। সংসদকে উদ্দেশ্য করে লেখা চিঠি পড়ে তিনি নিজেকে নগন্য সেবক হিসেবে নিয়োজিত হতে পেরে ধন্য মনে করেন। সাধারণ মানুষ আপন মনে ব্যক্ত করে যান তাদের না বলা কথা গুলো। মনযোগ দিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথাগুলো শুনে তাদের অভাব অভিযোগের সমাধান করেন তিনি।সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন,জনগণের ভালোবাসার ছায়াতলে আমৃত্যু এভাবে থাকতে চাই।