শরৎকালে শিউলি ফুলে রাতের শেষে শিশিরের
ফুলে ফুলে ভোর সকালে ফোঁটায় ফোঁটায় মুক্তা ঝরে
শীতের বুড়ি চাদর গায়ে শিউলি কুড়ায় বসে বসে আপন-মনে গান গেয়ে সে মালা গাঁথে একা বসে
আজ যে খুকুর পুতুল-বিয়ে শিউলি ফুলে ঘর সাজিয়ে ফুলের মালা গলায় দিয়ে পুতুল কনের হবে বিয়ে।।