কুমার নদের ধারটি ঘেঁসে
শালিকেরা গাইছে সুরে
সূর্য এবার উঠবে হেসে।
মেঘমালা ভাসছে হেলায়
উঁকি দেয়া সূর্য ভেলায়
বৃষ্টি হয়ে ঝরবে কখন
মৃত্তিকা বলে এখনই এখন।
সন্ধ্যা লুকায় নদীর বুকে
নির্জন রাতে সঙ্গম সুখে
চাঁদনী রাত স্বাক্ষী থাকে
প্রকৃতি তখন ঘুমিয়ে পড়ে।
ঝিঁঝিঁ পোকা ডাকে
ডাকে কোলা ব্যাঙ
নৈশ প্রহরী দাঁড়িয়ে প্রকৃতির গানম্যান।
অনিন্দ্য সুন্দর এমন দেশে
সন্ধ্যা যখন নামবে হেসে
থাকতে চাই তোমার বুকে
পেলব ও -দুটি ঠোঁট ছুঁয়ে
আমায় তুমি নেবে কি মেনে?
এসো তবে এমন ক্ষণে
চুপটি করে কাশবনে,
সাদা পিরান জড়িয়ে গায়ে
খোলা চুলে প্রেয়সী হয়ে।।