চুয়াডাঙ্গায় দুই নারীকে ধর্ষনের পর হত্যার দায়ে যশোর কেন্দ্রীয় কারাগারে ৪ অক্টোবর দুই আসামির ফাঁসি হতে যাচ্ছে। বিষয়টি যশোর কেন্দ্রীয় কারাগারের কয়েকজন কর্মকর্তা ও আসামির পরিবারের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ৪ অক্টোবর রাত ১০টা ৪৫ মিনিটে দ-প্রাপ্ত দুই আসমির ফাঁসি কার্যকর করা হবে বলে জানা গেছে। আসামিরা হলেন রায়ের লক্ষীপুর গ্রামের আলী হিমের ছেলে অরফে কালু ও একই এলাকার বদর ঘটকের ছেলে আরিফ অরফে আজিজুল।
চুয়াডাঙ্গার আদালত সুত্র ও মামলা বিবরণীতে জানা যায়, ধর্ষনের পর শ্বাসরোধের পর মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয় ওই দুই নারীকে। এ ঘটনায় নিহত কমলা খাতুনের মেয়ে নারগিস বেগম খুনের পরদিন হত্যা মামলা দায়ের করেন। মামলার সাজাপ্রাপ্ত দুইজন সহ চারজনকে গ্রেফতার করা হয়। অপর দুজন হলেন সুজন ও মহি। মামলা বিচারাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন আসামি মহি। চলতি বছরে ২৪ ফেব্রুয়ারি দুজন আসামির রায় বহাল রাখেন এবং বাকি দুজনকে খালাশ প্রদান করেন।