আশরাফ আলী ফারুকী ময়মনসিংহ উপ-জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে আছিয়া খাতুন নামে শতবর্ষী এক নারী (১১০) গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন।আজ সোমবার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।রোববার রাত ২টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের গাতা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় , উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের গাতা পাড়া এলাকার মৃত সমর আলীর স্ত্রী আছিয়া খাতুন বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।এর আগে আছিয়া খাতুন দুই বার আত্মহত্যার চেষ্টা করেছেন এবং একাধিক বার নদীর পার থেকে স্বজনরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
রোববার রাত ২টার দিকে আছিয়া খাতুন বাড়ির রান্না ঘরের আঁড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন খোঁজ পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গফরগাঁও থানা পুলিশকে জানান।
স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য আয়মুনা আক্তার বলেন, ‘আছিয়া খাতুন বার্ধক্য জনিত কারণে মানসিক ভারসাম্যহীন ছিলেন। আমি একদিন তাদের বাড়িতে গেলে আছিয়া বলেছিল-‘আমারে একটু বিষ আইন্যা দিবা।’গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য দুইজন অফিসার পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’