কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় মুজাহিদুল ইসলাম (২০) কে কুপিয়ে জখম করেছে দৃবর্ৃত্তরা। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হলে তার অবস্থা আশাংকা জনক হওয়ায় সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকাবাসি সুত্রে জানা গেছে কয়রা বাজারের বিশিষ্ঠ ব্যাবসায়ী উত্তর মদিনাবাদ গ্রামের মইদুল ইসলাম সানার পুত্র মুজাহিদুল ইসলামকে গতকাল বিকাল ৩ টার সময় মদিনাবাদ তহসিল অফিসের পার্শ্ববর্তি এলাকা থেকে ৫/৬ জন দৃর্বত্তরা কুপিয়ে জখম করে। এলাকাবাসি বিষয়টি জানতে পেরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎকের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে।