হোটেলের ১৯৮ নম্বর কক্ষে যখন লাশটি পাওয়া গেলো
ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে, অর্ধগলিত নারী দেহটি নিথর পরে আছে মেঝেতে
আর পাশেই পরে আছে কিছু বাসি ফুল ,
ফুল গুলো শুকিয়ে কাঠ হয়ে আছে…।
অফিসার কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইলেন
সেই কাঠ হয়ে যাওয়া ফুল গুলোর দিকে..
এতক্ষণে তথ্য পাওয়া গেছে,
মেয়েটি একজন পতিতা…
যে ফুল গুলো পাশে পরে ছিলো শুকিয়ে কাঠ হয়ে তার প্রতিটি পাপড়ি মেয়েটিকে নৃশংস ভাবে আঘাতে পর আঘাতে হত্যা করেছে….।
নাও দি কেস ইজ ওভার……….।।