মোঃ শাকিল আহমেদ,বিশেষ প্রতিনিধিঃমা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ সফল করার নিমিত্তে যমুনা নদীর চৌহালী অংশে চৌহালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহিদ আল হাসান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে মা ইলিশ আহরনকারী ১৫ জেলেকে আটক করেন। একই সময়ে ১৫০০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি অবৈধ মা ইলিশ জব্দ করেন। পরে আটককৃত ১৫ জন জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং জব্দকৃত জাল ও মাছ যথাক্রমে আগুনে পুড়িয়ে বিনষ্ট ও খাষকাউলিয়া মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরন করা হয়।সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তর, চৌহালী এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও চৌহালী থানার পুলিশ বাহিনী।