মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃদ্বীন প্রচার ও ইসলামি সঠিক আকিদা মানুষের মাঝে পৌছিয়ে দেওয়াই ছিলো আল্লামা বিশকুটি রহ. এর মূল লক্ষ্য।
মাওলানা আব্দুল্লাহ আল নিজাম মাশহুদ মাজেদ নিজামিয়া বিশকুটি রহ. স্মৃতি পরিষদের স্হায়ী কমিটির সভাপতি আল্লামা বিশকুটি রহ. এর নাতি মাওলানা আব্দুল্লাহ আল নিজাম মাশহুদ মাজেদ সাহেব বলেন,আল্লামা বিশকুটি রহ. এর মূল লক্ষ্য ছিলো দ্বীনের প্রচার ও প্রসার,মানুষের মাঝে ইসলামি সঠিক আকিদা ও হুব্বে রাসুল সঃ তৈরি করা।ছাহেবজাদা রহ. ছিলেন তেমনি একজন দ্বীনের খাদিম।যিনি সবসময় দ্বীনের খেদমতে নিয়োজিত থাকতেন।
শনিবার (০৯ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময়,বিশকুটি ছাহেব বাড়িতে নিজামিয়া বিশকুটি রহ. স্মৃতি পরিষদের ২০২১-২২ সেশনের নবগঠিত কমিটির অভিষেক ও ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা তিনি বলেন।
পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুয়েব আহদের সঞ্চালনায় অভিষেক ও ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিংগাজিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মুন্তাকিম সাহেব,আরবি প্রভাষক মাওঃ মুফতি গোলাম সরওয়ার খাঁন সাহেব ও সহকারি শিক্ষক মাওঃ ফয়জুর রহমান সাহেব। আরো বক্তব্য রাখেন নিজামিয়া স্মৃতি পরিষদের সহ সভাপতি মাওঃ নজরুল ইসলাম, মাওঃ বদরুল ইসলাম, ম সহ সাধারণ সম্পাদক হাফিজ আমিনুল ইসলাম,মাওঃ নজরুল ইসলামসাংগঠনিক সম্পাদক শাহ নিজাম উদ্দিন,প্রচার সম্পাদক সাদিকুর রহমান,সহ প্রচার সম্পাদক এম সাইদুল ইসলাম,অর্থ সম্পাদক মিসবাউজ্জামান ইমন,অফিস সম্পাদক হাঃ মিসবাহ উদ্দিন প্রমুখ।
এ সময় আরো উপস্হিত ছিলেন পরিষদের সহ সভাপতি মাওঃ হারুনুর রশিদ,মাওঃহাফিজুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ অফিস সম্পাদক শাকিল আহমদ,মাহের ইসলাম শাওন,শিক্ষা ও সম্পাদক মুজাহিদুল ইসলাম মুহিত,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন আহমদ, পরিষদের কার্যনির্বাহী সদস্য, নাঈম, বদরুল, সোহাগ সহ প্রমুখ।