গোপালগঞ্জ জেলায় কোটালীপাড়া উপজেলায় করোনা মহামারিতে অনেক রোগী শ্বাসকষ্টে ভুগছে দেখা গিছে। অক্সিজেন বিহীন অনেকের প্রান হারানোর আশংখা থাকে, তাই ডাক্তারের পরামর্শে ছুটে চলছে এক যায়গা থেকে অন্য যায়গায় কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ, (১৭-জুলাই) শনিবার উপজেলার আশুতিয়া গ্রাম এর এক রোগীকে বিনামূল্যে শেখ রাসেল অক্সিজেন সেবা দিয়েছেন।
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ এর নেতা কর্মীরা জানান, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি (মেহেদী হাসান মুন) এর নির্দেশে বিনামূল্যে শেখ রাসেল অক্সিজেন সেবা চালু হয়েছে এবং করোনা মহামারী পরিস্থিতি স্থির না হওয়া প্রজন্ত বিনামূল্যে শেখ রাসেল অক্সিজেন সেবা চালু থাকবে।