মোঃ মোশাররফ হোসেন( মনির)( বাগেরহাট) শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা আজ বিকাল ৪.৩০ মিনিটের সময় শরণখোলা উপজেলা আনসার ভিডিপি এর অফিস প্যারেড মাঠে প্রেস বিফিং করেন শরণখোলা উপজেলা আনসার ভিডিপি এর কর্মকর্তা মোঃ নাসিম শেখ শরণখোলা উপজেলা ৪ টি ইউনিয়নে ২৪ টি আসন্ন শারদীয় দূর্গা মন্ডপের জন্য প্রস্তুত ৪৬ জন আনসার বাহিনী প্রস্তুত।
শরণখোলা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা
মোঃ নাসিম শেখ দৈনিক কপোতাক্ষ নিউজ কে বলেন শরণখোলা ২৪ টি পূজা মন্ডপের নিরাপত্তা জন্য ৪ টিম থাকবে।
৩ টিম থাকবে ২৪ টি পূজা মন্ডপের জন্য ২৪ ঘন্টা নিরাপত্তার জন্য দ্বায়িত্ব থাকবে।১ টিম থাকবে ১০ জন C R U ( স্প্রশাল ফোর্স) হিসাবে নিরাপত্তার জন্য দ্বায়িত্বে থাকবে।
শরণখোলা উপজেলা আনসার ভিডিপি এর কর্মকর্তা আরো জানান যে এই সব আনসার বাহিনী শরণখোলা উপজেলা আনসার বাহিনীর ব্যারাকে থাকবেন। ও মহামারী করোনা ভাইরাস এর জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আজ থেকে আগামী শুক্রবার পযর্ন্ত নিরাপত্তার জন্য দ্বায়িত্বে থাকবেন।শরণখোলা উপজেলা আনসার ভিডিপি এর কর্মকর্তা মোঃ নাসিম শেখ সাথে সার্বখানিক সহযোগিতা করবেন ২ নং খোন্তাকাটা ইউনিয়নের আনসার ভিডিপি দলপতি মাসুম বিল্লাহ।