সোহেল রানা, (কালিগঞ্জ) লালমনিরহাটঃলালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের প্রত্যন্ত কৈটারী গ্রামে অবস্থিত “কৈটারী নূরানী জামে মসজিদ”।নির্মাণ হয় নব্বইয়ের দশকে, প্রায় ত্রিশ বছর অতিবাহিত হলেও মসজিদটিতে নেই একটি অযুখানা ও শৌচাগার।
মসজিদটিতে রয়েছে শুধু মাত্র একটি নলকুপ, বিশেষ করে প্রতি শুক্রবার জুমার নামাজ পড়তে আসলে অযু করা নিয়ে সমস্যায় পড়তে হয় মুসল্লিদের, প্রতি শুক্রবার ও দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এসে প্রাকৃতিক সমস্যা(প্রসাব/পায়খানা) চাপ দিলে সমস্যায় পড়তে হয় নামাজ পড়তে আসা মুসল্লিদের
মসজিদের পাশে অযুখানা ও টয়লেট/শৌচাগার না থাকার কারণে, দ্বীন প্রচারের উদ্দেশ্যে যারা মানুষ কে দাওয়াত দিয়ে থাকেন মসজিদে আসার জন্য, সেই তাবলীগ সদস্যরাও এই মসজিদে অবস্থান করতে চান না।
মসজিদের পাশে শৌচাগার/টয়লেট না থাকার কারণে জানতে চাইলে,মসজিদ কমিটির সভাপতি কোহিনূর ইসলাম বলেন, মসজিদের স্থানীয় মুসল্লীরা অধিকাংশই হতদরিদ্র। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন কে বেতন দিতে গিয়ে হিমশিম খেতে হয়, এর মধ্যে একটি অযুখানা ও শৌচাগার/টয়লেট স্থাপন করা আমাদের পক্ষে একদম অসম্ভব।
তিনি আরও বলেন স্থানীয় যুবসমাজ ও বয়জ্যেষ্ঠ ব্যাক্তিগন অনেক কষ্ট ও মেহনত করে বিত্তশালীদের দ্বারে দ্বারে ঘুরে মসজিদের বিল্ডিংয়ের কাজ সম্পন্ন করলেও এখনো বাকী আছে ছাঁদ দেওয়া,ওয়াল মেরামত করা, ফ্যান লাগানো, বারান্দায় ওয়ার্কশিটের কাজ করাসহ অযুখানা ও শৌচাগার/টয়লেট নির্মাণের কাজ।
স্থানীয় মুসল্লীরা বলেন, সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধি সহযোগিতা করলে মসজিদের যাবতীয় সমস্যা গুলো দূর করা সম্ভব।
মসজিদের উন্নয়নে সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধি সহযোগিতা প্রত্যাশা করে স্থানীয়রা।