- mohsinlectu@gmail.com : mahsin :
- zahiruddin554@gmail.com : Md. Zahir Uddin : Md. Zahir Uddin
বিশেষ বিজ্ঞপ্তিঃ
স্ত্রৈণ পুরুষ -কাজী নূর
রিপোর্টার
-
আপডেটঃ
মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
-
৭৬
বার পড়া হয়েছে
ভাড়ুয়া নামে ডাকে।
নিন্দুকের ওসব কথা
নেই না আমি কানে
বিন্দু মাসীর মুরিদ যখন
ঠেকায় কোন জনে!
সাধুবেশে পথ চলি
লোকে বলে ওলি
লাজ – শরম ভুলে তখন
জ্ঞানের কথা বলি।
স্ত্রীর মুখে বলি কথা
স্ত্রীর চোখে দেখি
দু’দিনের জীবন আমার
ষোল আনাই মেকি।
পিতা মাতা চাইলে কিছু
আগুন জ্বলে দাউ
পড়ন্ত বেলার ইচ্ছেগুলো
বড্ড বড় ফাউ।
পরগাছাদের নিয়ে আমার
আপন ভূবন ঘেরা
পর হয়েছে আপন আজ
সোনায় ভূবন ভরা।
পিতা আমায় সব দিয়েছে
বাদ রাখেনি কিছু
সেই পিতার বুকে আমি
মেরেছি বিষের চাকু।
পিতা আমার হারিয়ে গেলো
ব্যাথা নিয়ে মনে
অনেক চাওয়া থেকে গেলো
অপূর্ণতার বনে।
স্ত্রৈণ পুরুষ আমি
জিম্মি স্বাধীনতা
গোলামীর শৃঙ্খলে
অসহায় মানবিকতা।।
সংবাদটি শেয়ার করুন
এ জাতীয় আরো সংবাদ