মো: রাকিবুল পোরশা ( নওগাঁ ) (রবিবার সকাল ৯টায়) ঐ মেয়েটি কলেজ যাওয়ার জন্য (সরাইগাছি মোড়ে) গাড়ির জন্য অপেক্ষা করছিল।
এসময় (বড়াইগ্রাম কাইয়াপাড়ার-নূর ইসলামের ছেলে-রাসেল ১৯) তাকে অপহরণ করে নিয়ে যায়।তাকে আটক করেছে থানা পুলিশ” ।
অপহরণ এর স্বীকার ছাত্রী (বানইল এলাকার জৈনক ব্যাক্তির মেয়ে এবং সাপাহার চাঁন মোহাম্মদ ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী)।