মাসুদ রানা সিরাজগঞ্জে জেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাতিয়া বেনীমাধব গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ব্যবসায়ী মনসুর আলীকে (৪৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে ওই গ্রামের মৃত পাঞ্জাব আলী শেখের ছেলে।
ডিবি পুলিশের এসআই মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।