ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:টাংগাইলের নাগরপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেছেন টাংগাইল -৬, আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বুধবার (১৩ অক্টোবর), উপজেলার গয়হাটা- বেকড়া রাস্তা, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ভূগোলহাট মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, জালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরীব পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং ধুবড়িয়া-বনগ্রাম রাস্তার উদ্বোধন করেছেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।
আজ উপজেলার কয়েকটি ইউনিয়নের রাস্তা ও স্কুল ভবন উদ্বোধনের সময় সাংসদ টিটু বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, পর্যায়ক্রমে উপজেলার সকল গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ, স্কুল কলেজের ভবন নির্মাণ করা হবে। নাগরপুর হবে উন্নয়নের রোল মডেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাহবুবুর রহমান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম সবুজ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, জাহিদুল ইসলাম জাহিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, মামুদনগরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বেকড়া ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন প্রমুখ